আত্মগোপনে থাকা নাটোরের শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া গ্রেপ্তার

চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, নাশকতাসহ ১২টি মামলার আসামি নাটোর জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আত্মগোপনে থাকা নাটোর জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ওরফে আহমেদ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর শহরের চৌধুরী বড়গাছা মহল্লার বাসিন্দা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, নাশকতাসহ প্রায় এক ডজন মামলা আছে। সম্প্রতি স্বনির্ভর নাটোর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন–পরবর্তী বিজয় মিছিলে হামলা চালানোর অভিযোগে তিনি আওয়ামী লীগের একটি অংশের ক্ষোভের মুখে পড়েন। মিছিলে হামলার অভিযোগে গোলাম কিবরিয়াসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার ইসতিয়াক আহমেদ। গোলাম কিবরিয়াকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ তিন দিন ধরে শহরে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে। এমনকি গ্রেপ্তারের দাবিতে গোলাম কিবরিয়া ও তাঁর সহযোগীদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়।

এদিকে গোলাম কিবরিয়ার মা আনোয়ারা বেগম বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তাঁদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ বলেন, ইউসিসিএর বিজয় মিছিলে হামলার ঘটনার পর সেলিম ও তাঁর সহযোগীরা আত্মগোপনে ছিলেন। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে। এ মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি, ভাঙচুরসহ অন্তত ১২টি মামলা আছে।