নোয়াখালীতে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত দুই সাধারণ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ৫ জনকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে জেলা শহর মাইজদীর হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে মাঈন উদ্দিন ওরফে সাজু (৩৮), তাজুল হক (৩০), মো. স্বপন (৫০), মিজানুর রহমান (৩৪) ও কামাল হোসেনকে (৩৬) নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই বিজয়ী সদস্য প্রার্থী শওকত রেজা চৌধুরীর সমর্থক। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহরের হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে আজ সকাল ৯টা থেকে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেলা ২টায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সদস্য পদে ঘুড়ি প্রতীক নিয়ে ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন শওকত রেজা চৌধুরী ওরফে আরমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন পেয়েছেন ৮৪ ভোট। বেলা সাড়ে তিনটার দিকে কেন্দ্রের সামনে বিজয়োল্লাস করার সময় পরাজিত প্রার্থীর লোকজনের সঙ্গে জয়ী প্রার্থীর লোকজনের প্রথমে কথা–কাটাকাটি, হাতাহাতি ও পরে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

বিজয়ী প্রার্থী শওকত রেজা চৌধুরী অভিযোগ করেন, ফলাফল ঘোষণার পর হেরে গিয়ে কামাল উদ্দিনের নেতৃত্বে লোকজন অস্ত্র নিয়ে তাঁর সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর অনেক নেতা-কর্মী আহত হন। এ ছাড়া পরে সোনাপুর জিরো পয়েন্টে অবস্থান নিয়ে পুনরায় গাড়ি থেকে নামিয়ে তাঁর ভোটারদের মারধর করা হয়েছে।

হামলার অভিযোগের বিষয়ে জানতে পরাজিত প্রার্থী কামাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকেরা মারামারিতে লিপ্ত হন। পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।