আনোয়ারায় অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে

আনোয়ারায় নিহত অনিক দাশ।
ছবি সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় নালা থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। লাশটি উপজেলার বরুমচড়া ইউনিয়নের কানুমাঝির পাড়া এলাকার রাখাল দাশের ছেলে অনিক দাশের (১৮)। গতকাল বুধবার দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে স্থানীয় লোকজন সড়ক দিয়ে চলাচলের সময় নালায় লাশটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। দুপুরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাশের ছবি দেখে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন পরিবারের লোকজন।

নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অনিক দাশ উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর জেলে পাড়া এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করতেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধারের পর গতকাল সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে রাতের দিকে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।