রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নীলফামারীর জলঢাকা থেকে ময়না পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুর যাচ্ছিল। পথে বাসটি গুঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনাস্থলেই এক বাসযাত্রী মারা গেছেন। আর হাসপাতালে নেওয়ার পর আরেক যাত্রীর মৃত্যু হয়।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সড়কের পাশে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে বাসটির চালক পলাতক।