লক্ষ্মীপুরে বিএনপির ৮ ইউনিটের আহ্বায়ক কমিটির অনুমোদন

বিএনপির লোগো

লক্ষ্মীপুরে বিএনপির আটটি ইউনিটের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর (এ্যানি) ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটিগুলোর তালিকা পোস্ট করা হয়।

এর মধ্যে লক্ষ্মীপুর পৌর, সদর (পূর্ব) থানা, চন্দ্রগঞ্জ থানা, রামগঞ্জ পৌর, রামগঞ্জ উপজেলা, রামগতি পৌর, রামগতি উপজেলা ও কমলনগর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিগুলোর অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী, সদস্যসচিব সাহাবুদ্দিন ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান। তিন মাসের মধ্যে কমিটিগুলোর অধীন সব ইউনিটের সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌর বিএনপির ৮৫ সদস্যবিশিষ্ট কমিটিতে মাহাবুবুর রহমানকে আহ্বায়ক ও অধ্যাপক নিজাম উদ্দিনকে সদস্যসচিব মনোনীত করা হয়। ৭১ সদস্যবিশিষ্ট সদর পূর্ব থানা বিএনপির কমিটিতে মাঈন উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক ও মোখলেছুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। বেলাল হোসেনকে আহ্বায়ক ও আনোয়ার হোসেনকে সদস্যসচিব করে চন্দ্রগঞ্জ থানা বিএনপির ৮৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিনকে আহ্বায়ক ও শেখ মাহাবুবুর রহমানকে সদস্যসচিব করে ৬১ সদস্যবিশিষ্ট রামগঞ্জ উপজেলা কমিটি এবং শেখ মোহাম্মদ কামরুজ্জামানকে আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্যসচিব করে রামগঞ্জ পৌর বিএনপির ৪৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

জামাল উদ্দিনকে আহ্বায়ক ও সিরাজ উদ্দিনকে সদস্যসচিব করে ৪৭ সদস্যবিশিষ্ট রামগতি উপজেলা কমিটি এবং সাহেদ আলীকে আহ্বায়ক ও সৈয়দ মুর্তাজা আল-আমিনকে সদস্যসচিব করে রামগতি পৌর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। গোলাম কাদেরকে আহ্বায়ক ও নুরুল হুদা চৌধুরীকে সদস্যসচিব করে কমলনগর উপজেলা বিএনপির ৫৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এসব ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। দলকে চাঙা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।