কুমিল্লায় বিএনপির ঝটিকা মিছিল, পুলিশ দেখে ছত্রভঙ্গ

অবরোধের প্রথম দিনে আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার ঝাগুঝুলি এলাকায় সতর্ক অবস্থানে বিজিবি। সড়কে পণ্যবাহী যানবাহন থাকলেও যাত্রীবাহী পরিবহন তেমন ছিল নাছবি: এম সাদেক

সারা দেশে ডাকা অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বিএনপির নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন। তবে পুলিশ ঘটনাস্থলে গেলে ছত্রভঙ্গ হয়ে সরে যান মিছিলকারীরা। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ঝাগুরজুলি এলাকায় দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা-কর্মীদের ওই ঝটিকা মিছিল কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করে। খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে পুলিশ মহাসড়কের আশপাশের ঝাগুরজুলি, রাজাপুর, আলমপুরসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। এরপর মহাসড়কের ওই স্থানে সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি অবস্থান নেয়। মহাসড়কে পণ্যবাহী কিছু যানবাহন চলাচল করলেও কোনো ধরনের বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার দেখা যায়নি।

আরও পড়ুন

আজ সকাল ১০টার দিকে নগরের জাঙ্গালিয়া বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, কোনো বাস ছাড়েনি সেখান থেকে। সব বাস টার্মিনালে ছিল। অলস সময় কাটাচ্ছিলেন বাসচালক ও শ্রমিকেরা। দুরপাল্লার বাস না ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কুমিল্লার একজন পরিবহনমালিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে বাস নামিয়েছি। যেভাবে বাসে আগুন দেওয়া হচ্ছে, ভয়ে বাস ছাড়তে নিষেধ করেছি।’

নগরে সিএনজিচালিত অটোরিকশা, মিশুক, রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল ছাড়া অন্য পরিবহন চলতে দেখা যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস ও পরীক্ষা হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিআরটিসির লাল রঙের বাস চলাচল করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীল বাস চলেনি। ক্যাম্পাসে ক্লাস–পরীক্ষা হচ্ছে, তবে উপস্থিতি কম।

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, অবরোধ চলছে। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করছে।

অবরোধের বিপক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ মহাসড়কের শংকরপুর এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। নগরের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ১৯-২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ–বিজিবি সতর্ক অবস্থায় আছে। কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। নগরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।