যশোর থেকে ঢাকার পথে কলকাতার অভিযাত্রী দল

কলকাতার সংগঠন ‘হান্ড্রেড মাইলস’–এর ব্যানারে ‘ভাষাসূত্র-২০২৩’ নামে ১৪ ফেব্রুয়ারি কলকাতা প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে দলটি। শুক্রবার দুপুরে তাঁরা যশোরে এসে পৌঁছান
ছবি: প্রথম আলো

‘বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক/ বাংলা কখনো হয় না ভাগ, মুক্তিযুদ্ধে আমরা এক/ বাংলা কখনো হয় না ভাগ, স্বাধীনতায় আমরা এক...’ বাংলাদেশ ও ভারতের ভ্রাতৃত্বের এমন গান গেয়ে যশোর ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে ১৪ জনের একটি বাইসাইকেল অভিযাত্রী দল।

আজ শুক্রবার দুপুরে ভারতের কলকাতা থেকে সাইকেল চালিয়ে আসা দলটি যশোরে এসে পৌঁছায়। দুপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের রুহুল হক খোকা মঞ্চে গান গেয়ে দুই দেশের ভাষা ও সংস্কৃতির ভাব বিনিময় করেন তাঁরা। পরে তাঁরা ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

কলকাতার সংগঠন ‘হান্ড্রেড মাইলস’–এর ব্যানারে ‘ভাষাসূত্র-২০২৩’ নামে ১৪ ফেব্রুয়ারি কলকাতা প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে দলটি। ২১ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ যাত্রা শেষ হবে।

দুপুরে দলটি যশোর শহরে পৌঁছালে উদীচী যশোরের পক্ষ থেকে তাঁদের অভ্যর্থনা জানানো হয়। পরে উদীচীর নিজস্ব মঞ্চে সংক্ষিপ্ত অনুষ্ঠান করা হয়। এ সময় ভারতীয় বন্ধুদের ফুলেল শুভেচ্ছা জানান উদীচী যশোরের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান। পরে ভারতীয় বন্ধুদের পক্ষ থেকে দুটি গান পরিবেশন করা হয়। এরপর দলটি যশোর ছেড়ে নড়াইল হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা যেতে যাত্রা শুরু করে।

অভিযাত্রী দলের প্রধান স্বরজিৎ রায় প্রথম আলোকে বলেন, ‘বাংলা ভাষা ও সংস্কৃতিতে আমরা এক ও অভিন্ন। কাঁটাতার দুই বাংলাকে বিভক্ত করলেও আমাদের ভাষা ও মুক্তিযুদ্ধ এক। সংস্কৃতিও এক। এ জন্য আমাদের অভিযাত্রা দলের সহযোগী হিসেবে আছেন “গানপন্থী” নামের একটি সংগঠনের শিল্পীরা। বাংলা ভাষা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে একটি গান মুক্তি দিয়ে জেলায় জেলায় গেয়ে আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি।’

স্বরজিৎ রায় আরও বলেন, ২০১২ সাল থেকে ভাষার মাস ফেব্রুয়ারিতে ‘ভাষাসূত্র’ নামে তাঁরা এ অভিযাত্রা করে আসছেন। এটা তাঁদের নবম যাত্রা। করোনা পরিস্থিতির কারণে দুই বছর যাত্রা বন্ধ ছিল। চলতি বছর তাঁরা আবার শুরু করেছেন।