কুমারখালীতে কলেজ ভবন থেকে অফিস সহকারীর লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম আলাউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রশাসনিক ভবনের তিনতলা থেকে ওই কলেজের অফিস সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তিনি ওই কলেজের অফিস সহকারী ও উপজেলার ইছাখালী গ্রামের বাসিন্দা।

পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে অন্য সহকর্মীদের সঙ্গে মনিরুল কলেজ ছেড়েছিলেন। কিন্তু কলেজ শেষে তিনি বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর ছেলে কলেজের মালি আইয়ুব আলী ও পিয়ন রমজান আলীকে নিয়ে কলেজে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর তাঁরা কলেজের প্রশাসনিক ভবনে গিয়ে দেখেন, ভেতর থেকে কলাপসিবল গেটে তালা ঝুলানো। পরে তালা খুলে ভেতরে খোঁজাখুঁজি করেন। এ সময় মনিরুলের মুঠোফোনে কল দেওয়া হলে রিংটোন বেজে ওঠে। পরে ভবনের তিনতলায় গলায় রশি পেঁচানো অবস্থায় মনিরুলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে কুমারখালী থানা–পুলিশ ঘটনাস্থলে যায়।

চাপড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ার হোসেন লালন বলেন, ‘মনিরুল আমার এলাকার বাসিন্দা। দীর্ঘদিন মানসিক সমস্যা ও পারিবারিক সমস্যায় ভুগছিল বলে শুনেছি। মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছে বরে ধারণা করা হচ্ছে।’

বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাজিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মনিরুল আত্মহত্যা করেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।