বেপজার উদ্যোগে বকেয়া বেতন পাচ্ছেন বন্ধ কারখানার শ্রমিকেরা

সাভারের আশুলিয়ায় ডিইপিজেডের অডিটোরিয়ামে রোববার দুপুরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) উদ্যোগে ঢাকা ইপিজেডের দীর্ঘদিন বন্ধ থাকা মেসার্স শাইন ফ্যাশন লিমিটেডের কর্মচারী, কর্মকর্তাদের বকেয়া ৩০ কোটি ২ লাখ টাকা পরিশোধের কার্যক্রম শুরু হয়
ছবি: প্রথম আলো

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) উদ্যোগে ঢাকা ইপিজেডের দীর্ঘদিন বন্ধ থাকা একটি কারখানার শ্রমিকসহ সবার ৩০ কোটি ২ লাখ টাকা বকেয়া পাওনা পরিশোধ করা হচ্ছে।

২০২০ সালের ২৪ ডিসেম্বর ঢাকা ইপিজেডে অবস্থিত ইন্দোনেশিয়ান প্রতিষ্ঠান মেসার্স শাইন ফ্যাশন লিমিটেড নামের কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় কারখানায় ২ হাজার ৮৩ জন শ্রমিক ও কর্মকর্তার বেতন বকেয়া ছিল।

গতকাল রোববার দুপুরে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) অডিটরিয়ামে মেসার্স শাইন ফ্যাশন লিমিটেড নামের বন্ধ হয়ে যাওয়া কারখানার ২ হাজার ৮৩ জন শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধের কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে কারখানার ১০ শ্রমিকের হাতে পে-অর্ডার তুলে দেওয়া হয়। এ ছাড়া ১ হাজার ৯২৬ জনকে ব্যাংকের মাধ্যমে পাওনা টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান ও অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডিইপিজেডের কর্মকর্তারা জানান, ২০২০ সালের ২৪ ডিসেম্বর ঢাকা ইপিজেডে অবস্থিত ইন্দোনেশিয়ান প্রতিষ্ঠান মেসার্স শাইন ফ্যাশন লিমিটেড নামের কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় কারখানায় ২ হাজার ৮৩ জন শ্রমিক ও কর্মকর্তার বেতন বকেয়া ছিল। প্রায় পৌনে ২ বছর পর দীর্ঘ প্রক্রিয়া শেষে নিলামের মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠান ট্রেন্ডি টেক্সটাইলস লিমিটেডের কাছে ৬৮ কোটি ৭৬ লাখ টাকায় কারখানাটি বিক্রি করা হয়। ওই টাকা থেকে কারখানাটির শ্রমিক-কর্মকর্তাদের বকেয়া পাওনা হিসেবে ৩০ কোটি ২ লাখ টাকা পরিশোধের কার্যক্রম শুরু করা হয়।

গতকাল প্রায় ২৯ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ব্যাংক হিসাব, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র এখনো ঠিক না থাকায় প্রায় ১৫০ জনের বকেয়া পরিশোধ করা সম্ভব হয়নি। আগামী রোববার একই মালিকের আরেকটি কারখানা অ্যাভান্ট-গার্ড ফ্যাশন লিমিটেডের ১ হাজার ১০০ শ্রমিকের পাওনা প্রায় ১৬ কোটি টাকা পরিশোধ ও বন্ধ হওয়া লেনী ফ্যাশনের আরও ২টি কারখানা নিলাম করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপন অনুসারে যদি ইপিজেডের কোনো কারখানা তাদের কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয় এবং বলার পরও যদি শ্রমিকের বেতন, বেপজা ও সরকারের পাওনা পরিশোধ করতে না পারে, তাহলে নিলামে বিক্রির নির্দেশনা রয়েছে। বিক্রির পর অগ্রাধিকার ভিত্তিতে আগে শ্রমিকের সব বকেয়া পাওনা পরিশোধ করা হবে। এরই ধারাবাহিকতায় বন্ধ থাকা মেসার্স শাইন ফ্যাশন লিমিটেড কারখানার ২ হাজার ৮৩ জন শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ করা হচ্ছে।

আবদুস সোবহান বলেন, নতুন যে কোম্পানি এটি ক্রয় করেছে, তারা কারখানাটিতে ৩৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এ ছাড়া এখানে তিন হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে।