পূর্বধলায় ট্রেনের ইঞ্জিন লাইচ্যুত, ১০ ঘণ্টা ধরে যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ স্টেশন থেকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল ২৭২ নম্বর ডাউন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে জালশুকা রেলক্রসিং এলাকায়
ছবি: প্রথম আলো

ময়মনসিংহ স্টেশন থেকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল ২৭২ নম্বর ডাউন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা রেলক্রসিং এলাকায় ইঞ্জিনটির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ কারণে জারিয়া-শ্যামগঞ্জ রেলপথে চারটি ট্রেনের চলাচল বন্ধ হয়েছে। একই সঙ্গে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের যান চলাচলও বন্ধ আছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পূর্বধলা রেল স্টেশনের স্টেশনমাস্টার মো. আবদুল মোমেন বিকেল সাড়ে ৫টার দিকে বলেন, আজ রোববার সকাল ৬টা ১০ মিনিটে ময়মনসিংহ থেকে জারিয়ার উদ্দেশে লোকাল ট্রেনটি ছেড়ে আসে। সাড়ে সাতটার দিকে জালশুকা রেলক্রসিং এলাকায় পৌঁছলে ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এর পর থেকে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। তবে ৫–১০ মিনিটের ভেতরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

স্টেশনমাস্টার আরও জানান, ময়মনসিংহ থেকে জারিয়া রেলপথের দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার। আর জারিয়া থেকে শ্যামগঞ্জ পর্যন্ত দৈর্ঘ্য ২৩ মিটার। ট্রেনের চাকাচ্যুত হওয়ায় জারিয়া থেকে শ্যামগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ওই পথে প্রতিদিন একটি কমিউটার ট্রেনসহ পাঁচটি ট্রেন চলাচল করে।

নেত্রকোনার শ্যামগঞ্জ রেলওয়ের স্টেশনমাস্টার জিয়াউল হক বলেন, ট্রেনটির ইঞ্জিনের চাকা উদ্ধার করতে উদ্ধাকারী ট্রেন কাজ করছে। আশা করা যাচ্ছে, দ্রুত ট্রেন চলাচল স্বভাবিক হয়ে যাবে।