কুয়াশায় সড়কে ঝরল প্রাণ, হেলমেটটি ঝোলানো ছিল বাইকে

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরে ঘন কুয়াশার মধ্যে বাসের ধাক্কায় আবদুল করিম (২৮) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকালে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আবদুল করিম যশোর সদর উপজেলার খাজুরা গ্রামের মো. শাহজাহানের ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক সাগর গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সাগর ও করিম সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে সাগর ও করিম মোটরসাইকেলে উপজেলার খাজুরা গ্রাম থেকে যশোর শহরের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সাগর আর পেছনে বসেছিলেন করিম। তাঁরা পাঁচবাড়িয়া এলাকায় যাওয়ার পর পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস তাঁদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই করিম নিহত হন। স্থানীয় লোকজন আহত সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বারোবাজার হাইওয়ে পুলিশের পরিদর্শক মনজুরুল আলম বলেন, সকালে ঘন কুয়াশা ছিল। কুয়াশার মধ্যে অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেলটির পেছনে থাকা একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় নিহত ব্যক্তির মাথায় হেলমেট ছিল না। সেটি ওই মোটরসাইকেলে ঝোলানো ছিল। হেলমেট পরলে হয়তো মৃত্যু হতো না। বাসটি শনাক্ত করা যায়নি বলে তিনি জানান।