টেকনাফে শিশু আলো হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার মৃত্যুদণ্ড পাওয়া আসামি নজরুল ইসলাম
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শিশু মো. আলী উল্লাহ ওরফে আলো (৭) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশলীয়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নজরুল ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়ার বাসিন্দা নবী হোসেনের ছেলে। আজ শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

মো. হাফিজুর রহমান বলেন, গতকাল রাতে টেকনাফ সদরের মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশু আলো হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে কক্সবাজার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১১ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহর সাত বছরের সন্তান মো. আলী উল্লাহর হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা আবদুল্লাহ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।

পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ১১ মে মামলায় ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।