সিলেটে কুরিয়ার সার্ভিসের কর্মী খুনের ঘটনায় আটক ১
সিলেটে ছুরিকাঘাতে কুরিয়ার সার্ভিসের কর্মী আবদুল হাসান (২৪) খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তিনি আবদুল হাসানকে খুনের কথা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আটক ওই ব্যক্তির নাম শাহীন আহমদ (১৮)। তিনি সিলেট নগরের কাজীটুলা এলাকায় সপরিবার ভাড়া বাসায় থাকেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে কাজীটুলা এলাকা থেকে তাঁকে আটক করেছে পুলিশ।
এর আগে আজ বেলা দেড়টার দিকে সিলেট নগরের মানিকপীর কবরস্থানের অভ্যন্তরে টিলা থেকে আবদুল হাসানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবদুল হাসান পাঠাও কুরিয়ারের কর্মী ছিলেন। তিনি সিলেট নগরের সাপ্লাই এলাকার দায়িত্বে ছিলেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহীন আহমদ জানান, তিনি আবদুল হাসানের কুরিয়ারের পণ্য পৌঁছে দেওয়ার কাজে সহযোগিতা করতেন। বিনিময়ে আবদুল হাসান মাঝেমধ্যে তাঁকে টাকাপয়সা দিতেন। আজ তাঁর মা তাঁর কাছে টাকা চাইলে তিনি আবদুল হাসানের কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু আবদুল হাসান টাকা না দেওয়ায় তাঁকে ছুরিকাঘাত করেন তিনি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহীন আহমদ আবদুল হাসানকে ছুরিকাঘাতের বিষয়টি স্বীকার করেছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।