মাগুরায় কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ, আটক করে মাথা ন্যাড়া

মাগুরার মহম্মদপুর উপজেলায় পানির পাম্পের মোটর চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছেছবি: ফেসবুক থেকে সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে পানির পাম্পের মোটর চুরির অভিযোগে এক কিশোরের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চর যশোবন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ওই কিশোর (১৫) উপজেলার কালিশংকরপুর বাজারে পানি তোলার একটি মোটর বিক্রি করতে আসে। বিষয়টি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় লোকজন। এ সময় সে অসংলগ্ন উত্তর দিতে থাকে। পরে জানা যায়, ওই মোটর কয়েক দিন আগে চর যশোবন্তপুর গ্রামের একজনের বাড়ি থেকে চুরি হয়েছিল। খবর পেয়ে মোটরের মালিক ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর ওই কিশোরের মাথার একটি অংশ ন্যাড়া করে দেওয়া হয়।

এ বিষয়ে মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামান আজ বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘মোটর চুরি যাওয়া ব্যক্তির দায়ের করা মামলায় ওই কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে যশোরের সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ছাড়া তার মাথা ন্যাড়া করে দেওয়ার সঙ্গে কারা যুক্ত ছিলেন, তা তদন্তে বেরিয়ে আসবে।