শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরাল এলাকাবাসী

শিশু নিপীড়ন
প্রতীকী ছবি

তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তির মুখে চুনকালি মাখিয়ে জুতার মালা পরিয়ে তাঁকে গ্রাম ঘুরিয়েছে এলাকাবাসী। এই কাজে ওই গ্রামের নারী–পুরুষেরা অংশ নেন। পরে ওই ব্যক্তিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রাখা হয়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি গ্রামে।

ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার সন্ধ্যার পর খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে রাত আটটার দিকে থানায় নিয়ে আসে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, ৫৭ বছর বয়সী ওই ব্যক্তি ঘরে ঢুকে ৯–১০ বছর বয়সী মেয়েকে একা পেয়ে গায়ে হাত দেন। পাশের বাড়ির এক ছেলে এ দৃশ্য দেখে গ্রামের লোকজনকে খবর দেয়।

ওসি বলেন, ‘আমরা মাগরিবের নামাজের পর ভাইরাল ভিডিওটি দেখতে পেয়ে কয়েকজন কর্মকর্তা পুলিশ পাঠিয়ে ইউপি ভবন থেকে উদ্ধার করে ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দেওয়ার জন্য তাঁরা থানার পথে রওনা দিয়েছে।’