রংপুরে এক দিনের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক হলো জান্নাত
রংপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক হিসেবে এক দিনের জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছে নিস্বর্গ জান্নাত নামের এক কলেজশিক্ষার্থী। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের অংশ হিসেবে প্ল্যান ইন্টারন্যাশনালের উদ্যোগে আজ বৃহস্পতিবার এ আয়োজন করা হয়।
কিশোরী ও যুবা নারীদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষী হওয়ার স্বপ্ন জাগিয়ে তোলা এবং স্বাধীন হওয়ার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। জান্নাত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করে।
দিনের শুরুতে রংপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল তাঁর কার্যালয়ে নিস্বর্গ জান্নাতকে স্বাগত জানান। সেই সঙ্গে প্রতীকী পরিচালক হিসেবে জান্নাতকে তাঁর অফিসের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরিচয়পর্ব শেষে পরিচালক রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান প্রধান কাজ সম্পর্কে জান্নাতকে জানান।
এরপর জান্নাত পরিচালকের সঙ্গে প্রতিদিনের কাজে অংশগ্রহণ করে। এ সময় একজন পরিচালক কীভাবে কাজ করেন এবং কীভাবে নেতৃত্ব দেন, তা নিয়ে কথা বলেন পরিচালক। এ ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দাপ্তরিক কাজ শেষে জান্নাত তার অভিজ্ঞতা বিনিময় করে।
জান্নাত বলে, ‘প্রতীকীভাবে রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করে আমার জীবনে একটি নতুন স্বপ্ন তৈরি হয়েছে। আমি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে এবং এ বিভাগগুলো কীভাবে জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করে, তা জানতে পেরেছি। আমি চাই প্রতীকী নয়, সত্যিকারের পরিচালক হতে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম নাজমুল হুদা, মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা মুহতারিমা বেগম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক হৃষিকেশ সরকার প্রমুখ।