ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারির প্রতিবাদে মানববন্ধন, হামলায় আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে মানববন্ধনকারীদের ওপর হামলা। শুক্রবার দুপুরে
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারির বিরুদ্ধে মানববন্ধন করার পর আয়োজকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহাজাদা (২৪) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি শহরের পুনিয়াউট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে সচেতন ছাত্রসমাজ ও ভুক্তভোগী যাত্রীরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে জড়ো হন। প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে তাঁরা টিকিট কালোবাজারি ও টিকিট সিন্ডিকেটে জড়িত সবার শাস্তির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক শেখ আরিফ বিল্লাহ আজিজী, ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. সাবের হোসেন, মো. বোরহান সিয়াম, ছাত্রসমাজের পক্ষে মো. মোহাইমিনুল আজমিন, মো. আবু বক্কর, মো. তোফাজ্জল হোসেন, মো. মারুফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রকাশ্যে টিকিট কালোবাজারি হলেও প্রশাসন নীরব। টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত সবার শাস্তির দাবি জানান তাঁরা।

মানববন্ধন শেষে স্মারকলিপি দেওয়ার জন্য আয়োজকেরা রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টারের কক্ষের সামনে গিয়ে অপেক্ষা করেন। সেখানে তিতাস কমিউটার ট্রেনের টিকিট কালোবাজারি হচ্ছে দেখে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। কিছুক্ষণ পর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা ওরফে সানির নেতৃত্বে মানববন্ধনকারীদের ওপর হামলা করা হয়। এতে মানববন্ধনে অংশ নেওয়া মো. তানভীর (২৫), সোহরাব হোসেন (২৫), মো. প্রিয়ম (২৪) ও মো. সাবের হোসেন (২৪) আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে মানববন্ধনকারীদের ওপর হামলায় পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদাকে দেখা যাচ্ছে। শুক্রবার দুপুরে
ছবি: সংগৃহীত

আহত সাবের হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়। স্মারকলিপি দেওয়ার জন্য স্টেশনমাস্টারের কক্ষের বাইরে অপেক্ষা করছিলাম। সে সময় লাইনের বাইরে থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের টিকিট দিচ্ছিলেন একজন। জিজ্ঞাসা করলে তিনি সেখানে লাইন ঠিক করেন বলে জানান। কে দায়িত্ব দিয়েছে জানতে চাইলে পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা ওরফে সানির কথা বলেন। একটু পরে নাজমুল হুদা সঙ্গে কয়েকজনকে নিয়ে এসে আমাদের প্রশ্ন করার এখতিয়ার কে দিয়েছে জানতে চেয়ে হামলা চালান। এতে আমরা চারজন আহত হয়েছি। আমরা নাজমুল হুদাসহ চার-পাঁচজনকে আসামি করে রেলওয়ে থানায় মামলা করব।’

তিতাস কমিউটার ট্রেনের অডিটর মো. আল আমিন বলেন, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির জন্য স্থানীয় কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। দেশের পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা যত দিন ঠিক না হয়, ঢাকা অফিস ব্রাহ্মণবাড়িয়ার কাউন্টার পরিচালনা করবে। যাঁদের সঙ্গে ছাত্রদের ঝামেলা হয়েছে, তাঁরা ব্রাহ্মণবাড়িয়া তিতাস কাউন্টারের কেউ নন। তিতাস কমিউটার কর্তৃপক্ষ ওনাদের লিজের ফাইল আরও আগেই নাকচ করেছেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মানববন্ধনকারীদের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করে সদর থানা-পুলিশের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় ছাত্রদের পক্ষের একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে শুনেছি। তবে আমাদের কাছে এখনো কোনো এজাহার জমা দেওয়া হয়নি।’