সিলেটে ট্রাকচাপায় চিকিৎসক বাবা ও ছেলের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালক। গতকাল সোমবার রাত ১০টার দিকে সিলেট নগরের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নর্থ ইস্ট ক্যানসার হাসপাতালের চিকিৎসক ও রেজিস্ট্রার তৌহিদুর রশীদ চৌধুরী এবং তাঁর ছেলে তানহা চৌধুরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৌহিদুর ছেলে তানহাকে নিয়ে দক্ষিণ সুরমা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে হুমায়ুর রশিদ চত্বর হয়ে শাহজালাল সেতু দিয়ে বাসার দিকে ফিরছিলেন।
এ সময় একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়ারদৌস হাসান বলেন, ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।