দোচালা একটি জরাজীর্ণ ঘরে বসবাস ষাটোর্ধ্ব বকুল জানের। স্বামী মারা গেছেন দুই বছর আগে। মানুষের বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। গতকাল রোববার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে একটি কম্বল তুলে দেওয়া হয় বকুল জানের হাতে। কম্বল পেয়ে তিনি বলেন, ‘শীতে অনেক কষ্ট পাইছি, এ বছর এই প্রথম একটা কম্বল পাইলাম।’
বকুল জানের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মুজু চৌধুরী হাটে। তিনি বলেন, ‘বাসাবাড়িতে কাজ করে টেনেটুনে সংসার চালাই। শীতের কাপড় কেনার মতো টাকা নাই। কম্বলটা পেয়ে খুব উপকার হলো।’
গতকাল বিকেলে মুজু চৌধুরী হাট এলাকায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। প্রথম আলো ট্রাস্টের শীতবস্ত্র বিতরণের এই আয়োজনে সহযোগিতা করেছে আশিয়ান গ্রুপ। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে ৪০০টি কম্বল দিয়েছে প্রতিষ্ঠানটি। এই কম্বল থেকে গতকাল ২০০ শীতার্ত মানুষকে একটি করে কম্বল উপহার দেওয়া হয়েছে। যে এলাকাটিতে কম্বল বিতরণ করা হয়েছে, এর অধিকাংশ মানুষই দরিদ্র। তাঁদের একমাত্র পেশা মেঘনা নদীতে মাছ ধরা।
প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা মেঘনা নদীর তীর ও ভাসমান নৌকায় থাকা শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল দিয়ে আসেন। কম্বল পেয়ে খুশি হন এসব মানুষ। কম্বল পেয়ে ছায়েরা বেগম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘অনেক ঘুরছি, কেউ একটা কম্বল দিল না। তোমরা খুঁজে এনে কম্বল হাতে দিলে। এই কম্বলে এবার শীত দূর হবে।’
কম্বল তুলে দেওয়া হয় মনোয়ারা বেগম নামের ৭০ বছর বয়সী এক নারীকে। ঠিকমতো হাঁটতে পারেন না। চোখেও কম দেখেন। কম্বল পেয়ে তিনি বলেন, এবার শীত খুব বেশি। এই বয়সে এত কষ্ট সহ্য করা যায় না। এত দিন শীতে অনেক কষ্ট করেছেন। কম্বলে শীতের কষ্ট দূর হবে।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এ বি এম রিপন, লক্ষ্মীপুর বন্ধুসভার সভাপতি আবদুল বাতেন মোল্লা, সাধারণ সম্পাদক ইসমাইল খান, সহসভাপতি শংকর চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান, সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ, পাঠচক্র ও পাঠাগারবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস প্রমুখ।
এগিয়ে আসতে পারেন আপনিও
সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪
রাউটিং নম্বর: ০৮৫২৬২৫৩৯
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা
বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে।
এ ছাড়া বিকাশ অ্যাপে ডোনেশান অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।