বরিশাল বোর্ডে পাসের হার ও জিপিএ-৫, দুটিই কমেছে, এবারও এগিয়ে মেয়েরা

পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হিসাবে বরিশাল শিক্ষা বোর্ডে এবারও মেয়েরা এগিয়ে আছেন। আজ দুপুরে বরিশাল সরকারি মহিলা কলেজেছবি: সাইয়ান

এইচএসসি পরীক্ষার ফলাফলে এ বছর ‌বরিশাল বোর্ডে পাসের হার ও জিপিএ-৫, দুটিই কমেছে। এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮২ জন। এদিকে ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হিসাবে শিক্ষা বোর্ডে এবারও মেয়েরা এগিয়ে আছেন।

বোর্ড সূত্র জানায়, ২০২২ সালে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬১ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলে। তাঁদের মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৮০৭ জন। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এরপর দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডে বিস্তারিত ফলাফল তুলে ধরেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন। এ সময় বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাঁরা।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, পাসের হারে এগিয়ে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগে পাসের হার ৮৯ দশমিক ৯৭ শতাংশ। এরপর ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৭ দশমিক শূন্য ৭ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৮৬ দশমিক শূন্য ১ শতাংশ। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এই শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী পাস করেছিলেন। পাসের হার ছিল ৯৫ দশমিক ৭৬। আর জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী, যা ২০২০ সালের তুলনায় ৪ হাজার ৪০৩ জন বেশি ছিল।  

গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ কমেছে ২ হাজার ৫৮৯টি। এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এরপরে বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে। তবে বরিশাল বোর্ডে শতভাগ ফেল করেছে, এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। শতভাগ পাস করেছে, এমন শিক্ষাপ্রতিষ্ঠান আছে ৩৪টি।

এ বছর পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়া প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘গত বছরের চেয়ে এবার পাসের হার ৮ দশমিক ৮১ ভাগ কম। তবে এবার পাসের হার কম হলেও ফলাফলে আমরা খুশি। কারণ, গত বছর তিন বিষয়ে পরীক্ষা হয়েছিল। এ বছর আইসিটি বিষয় বাদে সব বিষয়ের পরীক্ষা হয়েছিল। আপাতদৃষ্টিতে পাসের হার কম মনে হলেও সার্বিক দিক দিয়ে এটা ঠিকই আছে।’

জিপিএ–৫ প্রাপ্তির আনন্দে মায়ের সঙ্গে সেলফি তুলছেন তিশা
ছবি: সাইয়ান

পাসের হারে শীর্ষে ভোলা, তলানিতে পটুয়াখালী

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবার পাসের হারে এই বোর্ডে শীর্ষে আছে ভোলা জেলা। এই জেলায় পাসের হার ৯২ দশমিক শূন্য ৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে বরিশাল জেলা। বরিশালে পাসের হার ৯১ দশমিক ১২। তৃতীয় অবস্থানে আছে ঝালকাঠি। এই জেলার পাসের হার ৮৮ দশমিক ২৫ শতাংশ। ৮৮ দশমিক ১৮ শতাংশ পাসের হার নিয়ে  চতুর্থ অবস্থানে আছে পিরোজপুর জেলা। এরপর পঞ্চম অবস্থানে আছে বরগুনা জেলা। এই জেলায় পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ। বোর্ডের মধ্যে পাসের হারের হিসাবে তলানিতে আছে পটুয়াখালী। এই জেলার পাসের হার ৭৩ দশমিক ৭৫ শতাংশ।  

এবারও এগিয়ে মেয়েরা

বরিশাল শিক্ষা বোর্ডে এ বছরও জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে আছেন মেয়েশিক্ষার্থীরা। ছেলেদের তুলনায় প্রায় দ্বিগুণ মেয়েরা জিপিএ-৫ পেয়েছেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এই শিক্ষা বোর্ডে ছেলে-মেয়ে মিলিয়ে মোট পাস করেছেন ৫৩ হাজার ৮০৭ শিক্ষার্থী। এর মধ্যে মেয়েশিক্ষার্থী পাস করেছেন ২৮ হাজার ২১৯ জন। আর ছেলেশিক্ষার্থী পাস করেছেন ২৫ হাজার ৫৮৮ জন। মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ। ছেলেদের পাসের হার ৮৪ দশমিক ৩৯ শতাংশ। এদিকে এই বোর্ডে ৪ হাজার ৮০২ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছেন; ছেলেদের মধ্যে ২ হাজার ৫৮০ জন পেয়েছেন।

খুশির এই মুহুর্তকে ফ্রেমবন্দী করে রাখছেন জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীরা
ছবি: সাইয়ান

শীর্ষে বরিশাল ক্যাডেট কলেজ

বরিশাল বোর্ডে শীর্ষ স্থান ধরে রেখেছেন বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার ঘোষিত ফলাফলে ক্যাডেট কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রাইহান আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর এইচএসসি পরীক্ষায় বরিশাল ক্যাডেট কলেজের ৫৪ জন শিক্ষার্থী এইচএসসিতে অংশ নিয়েছিলেন। তাঁদের সবাই জিপিএ-৫ পেয়েছেন।