চট্টগ্রামে বিক্ষোভের মুখে ডায়াবেটিক হাসপাতালের তিন কর্মকর্তার পদত্যাগ
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের বহিষ্কৃত সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদসহ নানা দাবিতে আজ শনিবার দুপুরে হাসপাতালে বিক্ষোভ করেছেন কর্মকর্তা–কর্মচারীরা। তাঁদের বিক্ষোভের মুখে হাসপাতালের বিভিন্ন পদে থাকা জাহাঙ্গীরের তিন আত্মীয় পদত্যাগ করেছেন।
যাঁরা পদত্যাগ করেছেন, তাঁরা হলেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা আমান উল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মো. মোজাম্মেল এবং পরিচালক নওশাদ আজগর চৌধুরী। তিনজনই বহিষ্কৃত সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর আত্মীয়। অনিয়মের অভিযোগে ২৫ জানুয়ারি জাহাঙ্গীর চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি সমাজসেবা অধিদপ্তর থেকে বাতিল করা হয়। এর পরও জাহাঙ্গীর চৌধুরী নগরের জাকির হোসেন রোডের হাসপাতালটির কর্তৃত্ব ছাড়ছিলেন না বলে অভিযোগ।
এ কারণে আজ দুপুরে কর্মকর্তা–কর্মচারীরা ১৪ দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভরত কর্মচারীরা বলেন, ‘অবৈধভাবে সভাপতি পদে বসেছিলেন জাহাঙ্গীর চৌধুরী। তিনি এখনো নানা অনিয়ম এবং দুর্নীতি অব্যাহত রেখেছেন। তাঁর আত্মীয়স্বজনকে ভালো ভালো পদে বসিয়েছেন। যতক্ষণ পর্যন্ত জাহাঙ্গীর চৌধুরী প্রভিডেন্ট ফান্ডের ৩১ কোটি টাকার হিসাব দেবেন না ততক্ষণ রোগীদের কষ্ট না দিয়েই আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাব।’
বিক্ষোভরত শাওন রেজা নামে এক কর্মচারী বলেন, অবৈধভাবে সভাপতি পদে বসে জাহাঙ্গীর চৌধুরী তাঁর আত্মীয়স্বজনকে ভালো ভালো পদে বসিয়েছেন। তার ভাতিজাদের কাউকে অ্যাডমিন অফিসার কাউকে অ্যাকাউন্ট অফিসারের দায়িত্ব দিয়েছেন বৈষম্য করে। বিক্ষোভের মুখে তিন কর্মকর্তা আজ পদত্যাগ করেছেন।
কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে, ২৪ বছরের প্রভিডেন্ট ফান্ডের হিসাব দেওয়া, কথায় কথায় চাকরিচ্যুতি বন্ধ করা, স্বজনপ্রীতি বন্ধ করা, দুর্নীতির তদন্ত করা, অবিলম্বে সমাজসেবা অধিদপ্তর জেলা প্রশাসকের অধীন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।