১৩ বছরের সাজা এড়াতে ছদ্মবেশে ৩৪ বছর, অবশেষে ধরা

৩৪ বছর পর র‍্যাবের হাতে গ্রেপ্তার সাজপ্রাপ্ত আসামি মাজহারুল আলম। গতকাল বৃহস্পতিবার রাতে র‍্যাবের মানিকগঞ্জ ক্যাম্পে
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জে দুর্নীতির দায়ে ১৩ বছরের সাজা পেয়েছিলেন এক আসামি। মো. মাজহারুল আলম (৭০) নামের ওই আসামি গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। ৩৪ বছর পর গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাফরুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শুক্রবার দুপুরে র‍্যাব-৪-এর মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মাজহারুলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নালড়া গ্রামে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাজহারুল আলম ১৯৮১ সালে শিক্ষাগত সনদ জাল করে হরিরামপুর উপজেলা মুনসেফি আদালতে নাজির হিসেবে চাকরিতে যোগ দেন। সেখানে কর্মরত থাকতে আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিল ও স্বাক্ষর জাল করে তিনি টাকার বিনিময়ে বিভিন্নজনকে গুরুত্বপূর্ণ ও গোপন কাগজপত্র দিতেন। এর মাধ্যমে তিনি বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নিতেন। এ ছাড়া নাজিরের দায়িত্বে থাকতে সরকারি টাকা আত্মসাৎ করেন।

র‍্যাব জানায়, সরকারি অর্থ আত্মসাৎ ও সনদ জালিয়াতির ঘটনা জানার পর আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তারা ১৯৮৭ সালে দুর্নীতি দমন আইনে মাজহারুলের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। চার মাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তী সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ১৯৮৮ সালের ১ ডিসেম্বর আদালত আসামি মাজহারুলকে দোষী সাব্যস্ত করে ১৩ বছরের কারাদণ্ড ও ৪ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় মাজহারুল পলাতক ছিলেন।

লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, গ্রেপ্তার এড়াতে আসামি আত্মগোপন ছিলেন। পরিচিত লোকজন থেকে নিজেকে আড়াল করতে ঘটনার পরপরই তিনি ঢাকায় চলে যান। প্রথম দিকে তিনি ঢাকার মুদিদোকান ও পরে ওষুধের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরবর্তী সময় তিনি ঢাকার বিভিন্ন এলাকায় ছোটখাটো ঠিকাদারির কাজ করতেন। ৩৪ বছর পর ঢাকার কাফরুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আসামিকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ সরকার প্রথম আলোকে বলেন, সাজাপ্রাপ্ত আসামি মাজহারুলকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।