সারের দাম বাড়িয়ে কৃষকদের বেকায়দায় ফেলেছে সরকার, অভিযোগ সিলেট বিএনপির

বন্যায় কৃষকের ফসল ভেসে গেছে। পানি নামার পর কৃষকেরা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, ঠিক তখনই সরকার পরিকল্পিতভাবে সারের দাম প্রতি কেজিতে ছয় টাকা করে বাড়িয়েছে। সারের দাম বাড়িয়ে কৃষকদের বেকায়দায় ফেলেছে সরকার।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় আয়োজিত এক সমাবেশে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহতের ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমানের সভাপতিত্বে ও আশফাক আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপির নেতা মাহবুবুল হক চৌধুরী, নুমান উদ্দিন, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, সাঈদ আহমদ, মামুনুর রশীদ, মাহবুবুর রহমান, আহাদ চৌধুরী, মাহবুব আলম, আবুল কাশেম প্রমুখ।

আবদুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ভোলায় আবদুর রহিম নিজের স্বার্থের জন্য কোনো আন্দোলন করেননি। দেশের মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনি আন্দোলনে গিয়েছিলেন। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার নিরীহ এ মানুষটিকে গুলি করে হত্যা করেছে।

এমরান আহমদ চৌধুরী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের গুম ও খুনের নৈরাজ্যে দেশের মানুষ অতিষ্ঠ। মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদও করতে পারে না।