গৌরনদীতে বেড়াতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
বরিশালের গৌরনদীতে বোনের বাড়িতে বেড়াতে এসে এক নারী (৩৫) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গৌরনদী মডেল থানায় ওই নারী মামলাটি করেন। গতকাল রাতেই গৌরনদী মডেল থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ বলছে, বরিশালের উজিরপুর উপজেলার এক নারী বোনের বাড়ি গৌরনদীতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে গ্রামের পথে তিন যুবক তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে।