রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে প্রার্থী ৩৭

স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের তল্লাশি করে কেন্দ্রে যেতে দেওয়া হয়। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। চলতি শিক্ষাবর্ষে এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৯৩৯টি। এ হিসেবে এ ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৭ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি ৪টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে।

সরেজমিন দেখা যায়, সকাল ৮টা থেকেই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে ৮টায় পরীক্ষাকেন্দ্র খুলে দেওয়া হয়। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মুঠোফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের ২৬টি একাডেমিক ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটে কোটা ছাড়া ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট ১ লাখ ৭৮ হাজার ৫৭৪টি। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করতে পেরেছেন। সে হিসাবে এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮১৬ জন।

এর আগে গতকাল সোমবার সি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি শুরু পরীক্ষা হয়। সি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ছিল প্রায় ৮৬ শতাংশ। গতকাল সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

আগামীকাল বুধবার বি ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষার মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। এবার বি ইউনিটে ৩০ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন। বি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার পালায় অনুষ্ঠিত হবে।