ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া মাদ্রাসাছাত্রীকে নিয়ন্ত্রণ হারানো লরির ধাক্কা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্রী তানজিনা আক্তার
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদ্রাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তানজিনা আক্তার (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তানজিনা উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে স্থানীয় মাওলানা নুর আহম্মদ (রা.) দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টায় মাদ্রাসার পাশে ভাঙা পোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ, স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পাশ দিয়ে হেঁটে মাদ্রাসায় যাচ্ছিল তানজিনা। পথে ভাঙা পোল এলাকায় স্ক্র্যাপবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে এসে ধাক্কা দেয় তাকে। এতে গুরুতর আহত হয় তানজিনা। তখন স্থানীয় লোকজন ওই শিক্ষার্থীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে গাড়িতে মৃত্যু হয় তার।

এ বিষয়ে জানতে চাইলে মাওলানা নুর আহম্মদ (রা.) দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সকালে মাদ্রাসায় আসার পথে সড়ক দুর্ঘটনায় আমাদের মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সঠিক নিয়মে সড়কের পাশে হাঁটলেও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে এসে শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে লরিটি। তানজিনা আক্তারের এমন অকালমৃত্যুতে পুরো মাদ্রাসায় শোকের ছায়া নেমে এসেছে।’

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের ভাঙা পোল এলাকায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় লরিটি আটক করে হেফাজতে নিয়েছি আমরা। তবে সেটির চালক পালিয়ে গেছেন। ধারণা করছি, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর লাশ তার পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।’