রেললাইনে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ ছিল দুই ঘণ্টা

ফাইল ছবি

ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় গাছ ভেঙে রেললাইনের ওপর পড়েছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার ছোট হরণ ও বড় হরণের মাঝামাঝি ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটেছে। এতে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্থানীয় লোকজন ও রেল–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোর থেকে জেলার সর্বত্র বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ছোট হরণ ও বড় হরণের মাঝামাঝি এলাকায় গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ে। এতে চট্টগ্রাম অভিমুখী ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল বন্ধ থাকায় সন্ধ্যা সাতটা থেকে ডাউন লাইনে থাকা চট্টগ্রাম অভিমুখী সুবর্ণা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের তালশহর রেলস্টেশনে এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে আটকা পড়ে।

নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রী আজিজুর রহমান রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যা সাতটা থেকে ট্রেন ভৈরব রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের অনেক যাত্রী ট্রেন থেকে নেমে সড়কপথে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। আমরা ট্রেন আবার ছাড়ার জন্য অপেক্ষা করছি।’

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন মাস্টার মো. সাকির জাহান প্রথম আলোকে বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে ছোট হরণ ও বড় হরণের মাঝামাঝি এলাকায় ঝড়ে একটি গাছ ভেঙে রেললাইনের ওপর পড়েছে। এরপর থেকেই ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেললাইন থেকে গাছ সরানোর পর রাত ৮টা ৫০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।