ভালুকায় কয়েলের আগুনে মা ও দুই শিশু দগ্ধ

আগুনে ঘরের খাটসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে। আজ রোববার সকালে ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতেছবি: প্রথম আলো

ময়মনসিংহের ভালুকায় ভাড়াবাসায় আগুনে দগ্ধ হয়েছেন মা ও দুই শিশু। শনিবার রাতে ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

মশার কয়েল থেকে ওই বাড়িতে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আজ রোববার সকালে দগ্ধ তিনজনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মনি আক্তার (৩০) ও তাঁর দুই সন্তান জাফরা (৬) ও মায়ান (৮ মাস)। তাঁরা ভালুকা পৌরসভার আবুল ফজল সাত্তারের বাড়িতে ভাড়া থাকতেন। মনি আক্তারের স্বামী রবিন মিয়া ভালুকা খাদ্যগুদামের নিরাপত্তা প্রহরী। তাঁদের বাড়ি গফরগাঁও উপজেলায়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে ঘরে কয়েল জ্বালিয়ে মনি আক্তার তাঁর দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। ওই সময় রবিন মিয়া বাসায় ছিলেন না। গভীর রাতে তাঁদের চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। ঘরে আগুন দেখে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা আজ ভোর পৌনে ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঘরের সব আসবাব পুড়ে ছাই হয়ে যায়। মনি আক্তার ও তাঁর দুই সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ভালুকা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসেন বলেন, আগুনে পুড়ে এক নারী ও তাঁর দুই শিশুসন্তানকে আজ সকালে হাসপাতালে আনা হয়েছিল। তিনজনের শরীরই মারাত্মক দগ্ধ হয়েছে। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনমাস্টার আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দগ্ধ দুই শিশুসহ তিনজনকে উদ্ধার করেন। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।