ভারতে সাত বাংলাদেশি আটক
ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া এলাকা থেকে বাংলাদেশি সাত নাগরিককে আটক করেছে সে দেশের পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত শনিবার রাতে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ফেনীর পরশুরাম উপজেলা নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এমদাদ হোসাইন (২৭), একই উপজেলার উত্তর গুথুমা গ্রামের আহমেদের ছেলে সাইদুর জামান (২৮), ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফয়েজ আহমদের ছেলে গিয়াস উদ্দিন (৩৫), কুমিল্লা জেলার মতলব উত্তর উপজেলার গাজরা গ্রামের ফারুক মোল্লার ছেলে রায়হান মোল্লা (২১), গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সুনাম উদ্দিনের ছেলে রবিন হোসাইন (২৮), নওগাঁ জেলার পেত্নীতলার রঘুনাথ গ্রামের আবু জাফরের ছেলে মো. রাফি (২৫) ও নরসিংদী জেলার রায়পুর উপজেলার চরসুবুদ্ধি গ্রামের আবদুর রহমানের ছেলে ফয়সাল (২৪)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্ত দিয়ে এই সাত যুবক ভারতে প্রবেশ করেন। বুলগেরিয়ার ভিসার জন্য তাঁরা ভারতে গিয়েছেন। বিলোনিয়া থেকে দিল্লি যাওয়ার চেষ্টার সময় তাঁদের আটক করা হয়। জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম বলেন, ‘স্থানীয় একাধিক মাধ্যমে ভারতে বাংলাদেশি সাত নাগরিক আটক হওয়ার বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’