কলকাতায় নিহত এমপি আনোয়ারুলের দামি গাড়ি মিলল কুষ্টিয়ার এক পার্কিংয়ে
কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিংয়ে রাখা একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কুষ্টিয়া মডেল থানার পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের বহুতল ভবন সাফিনা টাওয়ারের পার্কিং জোন থেকে গাড়িটি জব্দ করা হয়।
গাড়ির ভেতরে একটি রশিদ পেয়েছে পুলিশ। তাতে গাড়ির নম্বর, ইঞ্জিন নম্বর, চ্যাসিস নম্বরসহ ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম ওরফে আনারের নাম হাতে লেখা আছে।
জানতে চাইলে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, গাড়িটি জব্দ করে ওই ভবনমালিকের জিম্মায় রাখা হয়েছে। তবে গাড়িটি ঝিনাইদহের সাবেক এমপির কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাগজগুলো বিআরটিএ কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করা হবে। তবে অফিস ছুটি থাকায় তা সম্ভব হচ্ছে না। পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারুল আজিমের একমাত্র মেয়ে মুমতারিন ফেরদৌসের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি বলেন, গাড়ির নম্বরটি দেখে তিনি নিশ্চিত হয়েছেন গাড়িটি তাঁর বাবার। গত রাত থেকে গাড়িটির ছবি ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। তিনি আরও বলেন, ভারতের কলকাতায় তাঁর বাবার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর এবং গত বছরের ৫ আগস্ট–পরবর্তী ঘটনার পর থেকে গাড়িটি কোথায়, কীভাবে, কার কাছে আছে, তা দেখার বা খোঁজ নেওয়ার সুযোগ হয়নি। গাড়িটি উদ্ধারের জন্য তিনি আইনের আশ্রয় নেবেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক কোটি টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের কালো রঙের একটি গাড়ি প্রায় তিন মাস আগে সাফিনা টাওয়ারের গ্যারেজে আনা হয়।
সাফিনা টাওয়ারের গ্যারেজের দায়িত্বে থাকা প্রহরী আলমগীর জানান, প্রায় তিন মাস আগে একটি তামাক কোম্পানির দুই কর্মকর্তা গাড়িটি রেখে যান। তাঁদের কোম্পানির বায়ারদের জন্য ভবনের দুই, তিন ও চারতলায় পাঁচটি ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে।