সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ তিন ঘণ্টা পর সচল, তদন্ত কমিটি
তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সচল হয়েছে। সিলেটের মোগলাবাজারে আজ মঙ্গলবার সকাল ৬টা ৪২ মিনিটে উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন স্টেশনে আটকা পড়ে। পরে সকাল ৯টা ৪০ মিনিটে রেললাইন মেরামতের পর কালনী এক্সপ্রেস ট্রেন মোগলাবাজার স্টেশন ত্যাগ করে। এর মাধ্যমে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সচল হয়।
দুর্ঘটনাকবলিত উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগিগুলো উদ্ধার করে বেলা ১১টার দিকে সিলেট রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের স্টেশনমাস্টার আবু নাসের মো. রাসেল।
সিলেটের মোগলাবাজার রেলস্টেশনের স্টেশনমাস্টার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় কালনী এক্সপ্রেস ট্রেনটি মোগলবাজার ছেড়ে যেতে পারেনি। রেললাইন মেরামতের পর সকাল ৯টা ৪০ মিনিটে কালনী এক্সপ্রেস মোগলাবাজার স্টেশন ছেড়ে যায়।
সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে সাতটার দিকে মোগলাবাজার এলাকায় আসে। এ সময় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।