ময়মনসিংহে ১৮ তলা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
ময়মনসিংহ নগরের সাহেব আলী রোডে নির্মাণাধীন একটি ২০ তলা ভবনের ১৮ তলা থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শিমুল মিয়া (৩৫)। তিনি জামলাপুর সদর উপজেলার বটতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমুল মিয়া আজ সকালে ভবনটির ১৮ তলায় কাজ করছিলেন। সকাল ১০টার দিকে তিনি হঠাৎ সেখান থেকে নিচে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ শিমুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহত শ্রমিকের স্বজনেরা পুলিশকে জানিয়েছেন, এটি দুর্ঘটনা। এতে তাঁদের কোনো অভিযোগ নেই। পরিবার ময়নাতদন্ত ছাড়াই শিমুলের লাশ নিয়ে যেতে চাইছে। তবে তাঁরা বিষয়টি খতিয়ে দেখেছেন। সাহেব আলী রোডের নির্মাণাধীন ভবনটির কাজ প্রায় শেষ দিকে। ৭১ জনের মালিকানায় ভবনটি নির্মাণ করা হচ্ছে।