নির্বাচনের আগে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল, এখনো আছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপির সব অপচেষ্টা রুখে দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ শনিবার দুপুরে নিয়ামতপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং দ্বিতীয়বারের মতো সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র ধারাবাহিকতা রক্ষার নির্বাচন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালের নির্বাচন ছিল গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। উন্নয়নকে বেছে নেওয়ার ও আগুন সন্ত্রাসকে প্রত্যাখ্যান করার নির্বাচন। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এনে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ নঈম প্রমুখ।