বোদায় ভ্যানচালককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

অপহরণ
প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় সিরাজুল ইসলাম (৩৫) নামের এক ব্যাটারিচালিত ভ্যানচালককে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে ওই চারজনকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় একই জায়গা থেকে অপহৃত ভ্যানচালককে তাঁর ভ্যানসহ উদ্ধার করে পুলিশ। বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়ার সোহেল ইসলাম (২১), সবুজ ইসলাম (২২), আজিম ইসলাম (১৯) ও খেরবাড়ি এলাকার মো. সামাদ (৩৫)। এ ঘটনায় রোববার রাত ১২টার দিকে অপহৃত ভ্যানচালকের স্ত্রী আরজিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বোদা থানায় একটি মামলা করেন। এর আগে রোববার সন্ধ্যায় ওই ভ্যানচালক অপহৃত হয়েছেন বলে জানতে পারে তাঁর পরিবার।

অপহৃত ভ্যানচালক সিরাজুল উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বিউটিপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার সকালে সিরাজুল প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে উপজেলা শহরের ধানহাটি এলাকা থেকে কয়েক ব্যক্তি তাঁর ভ্যান ভাড়া করে চন্দনবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। সন্ধ্যায় তাঁরা সিরাজুলকে ভ্যানসহ অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যান। পরে তাঁরা মুঠোফোনে সিরাজুলের স্ত্রী আরজিনা বেগমকে ফোন করে তাঁকে অপহরণ করা হয়েছে বলে জানান। এমনকি তাঁকে বাঁচাতে চাইলে তিন লাখ টাকা পাঠাতে বলেন। টাকা না পাঠালে ভ্যানচালককে হত্যা করা হবে হুমকি দেন অপহরণকারীরা। এ সময় অপহরণকারীরা সিরাজুলের সঙ্গে তাঁর স্ত্রীকে মুঠোফোনে কথা বলিয়ে দেন এবং টাকা পাঠানোর বিকাশ নম্বর দেন।

আরজিনা ওই বিকাশ নম্বরে ১ হাজার টাকাও পাঠান। পরে রোববার রাতেই তিনি বিষয়টি বোদা থানার পুলিশে জানান। অভিযোগ পেয়ে বোদা থানার পুলিশ রোববার রাতভর অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট গ্রামের একটি বাড়ি থেকে ভ্যানসহ অপহৃত সিরাজুলকে উদ্ধার করে। এ সময় সেখানে অভিযান চালিয়ে ওই চার অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, অপহৃত ব্যক্তির স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।