শ্রীপুরে অবরোধ সমর্থনে মিছিল, কাভার্ড ভ্যান ভাঙচুর

অবরোধের সমর্থনে বিএনপির মিছিল। রোববার সকাল ৭টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়
ছবি: সাদিক মৃধা

বিএনপির ডাকা টানা দুই দিনের অবরোধের প্রথম দিন আজ রোববার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল ও কাভার্ড ভ্যান ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল ৭টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামে নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মিছিল করেন। তাঁদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। অনেকের হাতে ছিল বাঁশের লাঠি। তাঁরা গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে মিছিল করে সড়কের বেশ কিছু জায়গা প্রদক্ষিণ করেন। সরকারবিরোধী স্লোগানও দেন তাঁরা। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করা হয়।

গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা মো. আসাদুজ্জামান বলেন, সকালের দিকে মহাসড়ক তেমন ব্যস্ত হয়ে ওঠেনি। ঠিক সেই সময় মিছিল ও ভাঙচুরের ঘটনাটি ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম প্রথম আলোকে বলেন, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।