বাসন থানার উপপরিদর্শক মো. মতিউজ্জামান বলেন, আজ দুপুর ১২টার দিকে তাকওয়া পরিবহনের বাসটি চন্দ্রার দিকে যাচ্ছিল। নাওজোর এলাকায় উল্টো পথে আসা একটি অটোরিকশার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে অটোরিকশাচালক আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অটোরিকশাচালককে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে দুর্ঘটনাকবলিত তাকওয়া বাসে আগুন ধরিয়ে দেন। তবে এর আগেই বাসের সব যাত্রী নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, আগুনের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের সিটসহ বেশির ভাগ অংশ পুড়ে গেছে।