খুলনা নগরে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আহত

আহত মো. শাহিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল শনিবার রাতেছবি: সংগৃহীত

খুলনা নগরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের মিস্ত্রিপাড়া এলাকার রসুলবাগ মসজিদের সামনে ওই ঘটনা ঘটে।

আহত মো. শাহিন (৪০) খুলনা মহানগর ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এ সম্পর্কে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনির উল গিয়াস বলেন, গুলি ছোড়ার পরপরই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে গতকাল রাতেই অভিযান শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহিন গতকাল রাত সাড়ে ১০টার দিকে রসুলবাগ মসজিদের সামনে ছিলেন। এ সময় পাঁচ থেকে ছয়জন মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে। এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় শাহিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একটি গুলি তাঁর বাঁ কানের উপরিভাগে বিদ্ধ হয়ে বের হয়ে যায়। অন্যটি তাঁর ডান পিঠে বিদ্ধ হয়। গতকাল রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।