মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে সংকট তৈরির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

সিলেট নগরের আলিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে সংকট তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আজ শনিবার বেলা দেড়টার দিকে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘যে বা যাঁরা এই সংকট সৃষ্টির পেছনে দায়ী, তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাঁদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে, তাঁদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাঁদের ছাড় দেওয়া হবে না।’

আরও পড়ুন

মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা প্রধানমন্ত্রী সহ্য করেন না মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সহ্য করেন না, আমরাও সহ্য করি না। প্রধানমন্ত্রী চান, বিদেশে দক্ষ শ্রমিক প্রেরণের জন্য। বৈধ পথে শ্রমিক প্রেরণ করার জন্য। সে হিসেবে বৈধ পথে শ্রমিক বিদেশে যাবে। বৈধ পথে টাকা প্রেরণ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়। যে বা যাঁরা হয়রানির সঙ্গে জড়িত, তাঁদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আরও বলেন, মালয়েশিয়ায় প্রায় ৫ লাখের ওপরে কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়া সরকার কোটা দিয়েছিল। সেই কোটা পূরণে কাজ করেছিল বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার সঙ্গে কথা বলে যাঁদের ভিসা হয়েছে এবং যাঁদের ভিসা হয়নি, কারা কয় তারিখে যাবেন, সে তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু বায়রা সেই তালিকা দিতে পারেনি। যার কারণে ফ্লাইটের অসুবিধা হয়েছে। এরপরও আমাদের মন্ত্রণালয় প্রায় ২২টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে। এরপর মালয়েশিয়া সরকারকে সময় বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। এখনো সেটির উত্তর আসেনি।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘এসব সমস্যা সমাধানে দূতাবাস ও মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি যে যে বা যাঁরা এই সংকট সৃষ্টি করার পেছনে দায়ী, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে।’

আরও পড়ুন

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। সভায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের সভাপতিত্বে সিলেট-৫ আসনের সংসদ সদস্য হুছামুদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সভায় সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার, জেলা পরিষদের নাসির উদ্দিন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের চেয়ারম্যান আঞ্জুমান আরা।

আরও পড়ুন
আরও পড়ুন