চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হঠাৎ অবরোধ, বিপাকে যাত্রীরা

বাসের মালিকানা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে জেরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বাসটির চালক ও সহকারীরা। আজ চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায়ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নগরের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় হঠাৎ অবরোধে দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আজ বুধবার বিকেলে সেতু এলাকার নোমান কলেজ রোডে এ ঘটনা ঘটে।

বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সড়ক অবরোধ করা হয়। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

ঈগল স্পেশাল সার্ভিস নামের বাস মালিকদের দুই পক্ষের দ্বন্দ্ব থেকে কাউন্টার দখলকে কেন্দ্র করে ওই বাসটির চালক ও চালকের সহকারীরা সড়ক অবরোধ করেন।

পরিবহন মালিকদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শাহ আমানত সেতু এলাকায় ঈগল স্পেশাল সার্ভিসের কাউন্টার দখলে নিয়ে তালা ঝুলিয়ে দেয় এক পক্ষ। এরপর বাসটির চালক ও সহকারীরা রাস্তায় নেমে আসেন।

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, ‘একটি বাস কাউন্টারের মালিকানা নিয়ে ঝামেলা হয়েছে বলে শুনেছি। এক-দেড় ঘণ্টার মতো চালকেরা ওই রুটে বাস নিয়ে যাননি। বিকেলের পর বাস চলাচল স্বাভাবিক হয়। ’

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ঈগল পরিবহনের মালিকানা দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ১৫ মিনিটের মতো বাস চলাচল বন্ধ ছিল।