শাহজাদপুরে বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। আজ বেলা দুইটার দিকে শাহজাদপুর পৌরসভার মনিরামপুর সুপার মার্কেট এলাকায়।ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার বেলা দুইটার দিকে শাহজাদপুর পৌরসভার মনিরামপুর সুপার মার্কেট এলাকায় কার্যালয়টির সামনে এ ঘটনা ঘটে। আহত নেতা–কর্মীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত নেতা-কর্মীদের মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম সারওয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল কুদ্দুস, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হালিম, শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আছেন।

কয়েকজন ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে গোলাম সারওয়ার নেতা-কর্মীদের নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশ করতে যান। এ সময় জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এম এ মুহিত পক্ষের নেতা-কর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গোলাম সারওয়ার দৌড় দিয়ে চলে যেতে চাইলে তিনি ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালানো হয়।

হামলায় আহত আনিছুর রহমান বলেন, ‘হামলাকারীরা সবাই আমাদের পরিচিত। এঁদের মধ্যে মিজান, মাসুম, সোহেল ও প্রবীর আছেন। এঁদের নেতৃত্বেই এ হামলা হয়েছে। আমি দলের কাছে এ হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।’

আহত অবস্থায় গোলাম সারওয়ার বলেন, ‘নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে গেলে এম এ মুহিতের সমর্থকেরা আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের ১৫-২০ জন আহত হয়েছেন। এ হামলায় হকিস্টিক ও কাঠের লাঠি ব্যবহার করা হয়েছে। যাঁরা বিএনপিকে ব্যবহার করে নানা সুযোগ-সুবিধা নিতে চান, তাঁরাই এ হামলা করেছেন।’

এ বিষয়ে কথা বলতে এম এ মুহিতের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে তাঁর পক্ষের একাধিক নেতা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মাথার রেখে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম সারওয়ার হঠাৎ করে উপজেলায় এসে বিএনপির মধ্যে একটি অবস্থান নিতে চাইছেন। বিষয়টি স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা ভালোভাবে নিতে পারছেন না। এ কারণে এমন হামলা ঘটনা ঘটেছে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে দলের মধ্যে এমন হামলা সত্যিই দুঃখজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

বর্তমানে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তেমন কেউ গুরুতর আহত হননি।