দুদক ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দুদকের সহকারী পরিচালক আরিফ হোসেনের নেতৃত্বে একটি দল ছদ্মবেশে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অবস্থান নেয়। বেলা সাড়ে ১১টার দিকে ইলিয়াস হোসেন, মাসুদুর রহমান ও ইলিয়াসকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর দালালদের সহায়তার অভিযোগে পাসপোর্ট কার্যালয়ের অফিস সহকারী জহিরুল ইসলাম ও পরিচ্ছন্নতাকর্মী রাজেস লালকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় ইলিয়াসকে ১০ দিন এবং ইলিয়াস হোসেন ও মাসুদুর রহমানকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। তবে এ সময় জহিরুল ও রাজেস নিজেদের নির্দোষ দাবি করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, তিন দালাল দোষ স্বীকার করায় তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক কাউসারুল হক বলেন, ‘দুদকের কর্মকর্তারা আমাদের অফিসের দুই কর্মচারীকে তিন দালালের সঙ্গে আটক করেছিলেন। এর মধ্যে দোষী প্রমাণিত হওয়ায় তিন দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আমাদের দুই কর্মচারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কোনো ব্যবস্থা নেননি। তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’