নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তার
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. অনিক মাহবুব চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসাইন ওরফে সুমনকে আটক করেছে পুলিশ। পরে নেত্রকোনা মডেল থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় শহরের কুড়পাড় মাস্টারবাড়ি জামে মসজিদ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ওই দুই নেতাকে আটক করে। পরে রাত সাড়ে নয়টার দিকে দুজনকে নেত্রকোনা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অনিক মাহবুব চৌধুরীর বাবা ম. কিবরিয়া চৌধুরী একটি বেসরকারি টেলিভিশনের জেলা প্রতিনিধি। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে গতকাল কুড়পাড় মাস্টারবাড়ি মসজিদে মাগরিবের নামাজ আদায় করছিলেন। সেখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে ও আলমগীর হোসাইকে সাদাপোশাকধারী কয়েকজন ধরে নিয়ে যান। এরপর কোথায় নিয়ে রাখা হয়, তা জানতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মকর্তার কাছে ফোন করেন। রাত সাড়ে নয়টার দিকে জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ওই দুই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। পরে তিনি থানায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসাইনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত ১৯ আগস্ট তাঁদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়কৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
ছাত্রদলের দুই নেতাকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী। কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামানের সই করা বিবৃতিতে বলা হয়, এমন অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে থামানো যাবে না। ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি জানান তাঁরা।