সিলেটের সীমান্ত এলাকা পাহারায় বিএনপি নেতা-কর্মীরা
আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সিলেটের সীমান্ত এলাকাগুলোয় পাহারা বসিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। দিনে ও রাতে পালা করে তাঁরা পাহারা দিচ্ছেন বলে বিএনপি দলীয় সূত্র নিশ্চিত করেছে।
সিলেট বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপির নেতা-কর্মীদের সীমান্তে সতর্ক থাকার নির্দেশনা ছিল। সাবেক সরকারের লুটপাট-হত্যাযজ্ঞের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, দীর্ঘদিন ধরে জুলুম চালিয়ে আসছেন, তাঁরা সীমান্ত পাড়ি দিয়ে যাতে পালিয়ে যেতে না পারেন, সেটি নিশ্চিতে বিএনপির নেতা-কর্মীরা তৎপর রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের সীমান্ত এলাকাগুলো দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা ভারতে পালিয়ে যেতে আত্মগোপনে রয়েছেন—কয়েক দিন ধরে এমন খবর চাউর হয়। গতকাল শুক্রবার রাতে সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান পালিয়ে যাচ্ছেন, এমন খবর পান উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানিয়ে বিএনপির নেতা-কর্মীরা সীমান্ত এলাকায় পাহারা বসান। তবে আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করেননি।
জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে কানাইঘাট সীমান্তে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে, এমন খবর আসে। এরপর কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে পালাতে না পেরে জকিগঞ্জ সীমান্তে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান (নিখিল) অবস্থান করছেন, এমন খবর তাঁদের জানানো হয়। পরে তাৎক্ষণিকভাবে দলীয় নেতা-কর্মীদের বিষয়টি জানালে সীমান্ত এলাকাগুলোয় নেতা-কর্মীরা পাহারা শুরু করেন।’
শফিকুর রহমান বলেন, তাঁরা আগে থেকেই সতর্ক ছিলেন, যাতে আগের সরকারের জুলুমকারী-নির্যাতনকারী কেউ ভারতে পালিয়ে যেতে না পারেন। গতকাল রাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় পাহারা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
এদিকে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও বিয়ানীবাজার সীমান্ত এলাকার নেতা-কর্মীদের আগেই সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, স্বৈরাচার সরকারের প্রধান দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাঁর সহচরেরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সীমান্ত এলাকায় পাহারা শুরু করেছেন তাঁদের নেতা-কর্মীরা। অবৈধ পথে কেউ সীমান্ত পাড়ি দিতে চাইলে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে তুলে দেবেন।
আবদুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, দলীয় নেতা-কর্মীদের তৎপরতায় গতকাল রাতে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কানাইঘাট সীমান্ত এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।