হেরোইন বহনের দায়ে একজনের যাবজ্জীবন, অন্যজনের ৭ বছরের কারাদণ্ড

নাটোর জেলার মানচিত্র

নাটোরে হেরোইন বহনের দায়ে শওকত হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন ও মো. সার্ভিস নামের আরেক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শওকত হোসেন ও মো. সার্ভিস জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়া গ্রামের বাসিন্দা। দণ্ডাদেশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ জানুয়ারি রাত দেড়টার দিকে বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাকের মোড়ে বাস তল্লাশি করছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের যাত্রী শওকত হোসেনের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন ও মো. সার্ভিসের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন জব্দ করেন তিনি। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা হয়। তদন্ত শেষে একই থানার এসআই মনিরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ ওই মামলার রায় ঘোষণা করেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত আসামি শওকত হোসেন আদালতে হাজির থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয়। মো. সার্ভিস পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।