২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পঞ্চগড়ে শরতের শেষে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল পঞ্চগড়। ছবিটি সকাল সোয়া ৬টায় পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকা থেকে তোলাছবি: প্রথম আলো

টানা কয়েক দিনের থেমে থেমে হওয়া বৃষ্টির পর বেশ সহনীয় হয়ে উঠেছিল তাপমাত্রা। দিনে গরম আর শেষরাতে অনুভূত হচ্ছিল হালকা শীত। এক সপ্তাহ ধরে দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের আবহাওয়া এমনই ছিল। তবে আজ মঙ্গলবারের সকালটা ছিল উত্তর জনপদের মানুষের জন্য কিছুটা ভিন্ন রকম। শরতের শেষ দিকে এসে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা। বার্তা দিচ্ছে শীতের আগমনের।

গত কয়েক দিনের তুলনায় গতকাল সোমবার দিনভর রোদের তীব্রতা ছিল কিছুটা বেশি। তবে সন্ধ্যার পর থেকেই আকাশ হালকা মেঘলা হওয়ার পাশাপাশি রাতভর ঝরছিল হালকা কুয়াশা। আজ ভোরবেলায় বেড়ে যায় সেই কুয়াশার পরিমাণ। থাকে সকাল সাড়ে আটটা পর্যন্ত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। কয়েক দিন ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপামাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

আজ সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন। সকালে কুয়াশার মধ্যে হাঁটতে বের হয়েছেন কেউ কেউ। শ্রমজীবীদের অনেকেই আবার ছুটছেন কাজের খোঁজে। শিক্ষার্থীদের কেউ স্কুলের উদ্দেশে, আবার কেউ বের হয়েছেন প্রাইভেট পড়তে। গাছের পাতা, সবুজ ধানের খেত আর ঘাসের ওপর শিশিরবিন্দু জমেছে। ঘন কুয়াশার কারণে সকালবেলা সড়কের কিছু কিছু যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

সদর উপজেলার শিংপাড়া এলাকায় হাঁটতে বের হওয়া আবু সাঈদ (৪২) নামের একজন ওষুধ ব্যবসায়ী বলেন, ‘প্রতিদিন সকালে হাঁটতে বের হই। তবে এ বছরের মধ্যে আজকের সকালটাকে একটু অন্য রকম মনে হলো। চারদিকের সাদা কুয়াশা দেখে মনে হচ্ছে শীতের দিন চলে এসেছে। অথচ অর্ধেক রাত পর্যন্ত ঘরে ফ্যান চালাতে হয়েছে।’

শরতের কুয়াশায় আমন ধানখেতের সবুজ পাতায় জমেছে শিশির। ছবিটি সকাল সাড়ে ৭টায় পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকা থেকে তোলা
ছবি: প্রথম আলো

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময়টাতে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ জন্যই হঠাৎ করে চারদিকে ঘন কুয়াশা দেখা দিয়েছে। এটাকে উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা বলা যেতে পারে। গত কয়েক দিনের তুলনায় আজকে আকাশে মেঘও বেশি। বর্তমানে তেঁতুলিয়ার আকাশে আট ভাগের সাত ভাগই মেঘে ঢাকা। এখন থেকে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।