ঈশ্বরগঞ্জে শিক্ষিকার বাড়িতে ও বিদ্যালয়ে হামলার অভিযোগ মাদকসেবীদের বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জের দরি বৃ সপ্রাবির শ্রেণিকক্ষের আসবাবপত্র তছনছ করেন হামলাকারীরা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একদল মাদকসেবী একটি প্রাথমিক বিদ্যালয় ও এর প্রধান শিক্ষিকার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে থানায় লিখিত অভিযোগ দেন রোকেয়া বেগম নামের ওই শিক্ষিকা। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের দরি বৃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

রোকেয়া বেগম প্রথম আলোকে বলেন, হামলাকারীরা তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বর ও আশেপাশে বসে মাদকসেবনসহ নানা আসামাজিক কাজ করতেন। এতে তিনি বাধা দিয়ে আসছিলেন। এতে তাঁরা ক্ষিপ্ত ছিল।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, ওই প্রধান শিক্ষিকা ১৪ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। রাতেই মামলা রেকর্ড করা হবে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

রোকেয়া বেগম মামলার এজাহারে উল্লেখ করেন, স্থানীয় তরুণদের একটি দল প্রায়শই তাঁর বিদ্যালয়ের চত্বরে বসে মাদকদ্রব্য সেবন করেন। এতে তিনি বাধা দিয়ে আসছিলেন। গত শুক্রবার রাতে তাঁর ছেলে কলেজছাত্র মো. আমির ফয়সল ভূঁইয়া (১৯) স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই তরুণেরা তাঁকে মারধর করেন। তিনি বিষয়টি জানার পর তাঁদের একজনের অভিভাবককে মুঠোফোনে বিষয়টি জানান।

এতে ক্ষুদ্ধ হয়ে ওই দিন রাতেই তাঁরা দল বেঁধে তাঁর কর্মস্থল দরি বৃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালান। এ সময় তাঁরা শ্রেণিকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যান, লাইট, বেঞ্চ ও দরজা–জানালা কুপিয়ে তছনছ করেন। এরপর তাঁর বাড়িতে এসে বসতঘরসহ গোয়ালঘরে হামলা চালান ও তাঁকে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে ওই শিক্ষিকা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিলে ঈশ্বরগঞ্জ থানা থেকে পুলিশ আসে। এর আগেই হামলাকারীরা পালিয়ে যান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম প্রথম আলোকে বলেন, আজ রোববার স্কুল খোলার পর বিদ্যালয়ে হামলার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন।

সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির আহম্মেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘স্কুলশিক্ষিকা রোকেয়া বেগমের বাড়িতে মাদকসেবীদের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’