পরীক্ষা চলাকালে মুঠোফোনে ছেলের প্রশ্নপত্র পাওয়ায় আ.লীগ নেতাকে দণ্ড

ইয়াছিন সিকদার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে মুঠোফোনে প্রশ্নপত্র পাওয়ার অভিযোগে এক পরীক্ষার্থীর বাবাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এ দণ্ড দেন।

কারাদণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম ইয়াছিন সিকদার। তিনি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশতৈল মনসুর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ নেতা ইয়াছিন সিকদারের ছেলে তামিম সিকদার এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। শনিবার পদার্থবিজ্ঞান পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ইয়াছিন সিকদারের মুঠোফোনে প্রশ্নপত্র চলে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত কেন্দ্রের কাছে অভিযান চালান। এ সময় ইয়াছিন সিকদারের মুঠোফোন জব্দ ও তাঁকে আটক করা হয়। পরে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁকে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও মো. হাফিজুর রহমান জানান, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর ১১(খ), (গ) ধারায় ওই ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। মির্জাপুর থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, কারাদণ্ড পাওয়া ওই ব্যক্তিকে টাঙ্গাইলের জেলা কারাগারে পাঠানো হয়েছে।