জুতার ভেতরে ১০টি সোনার বার, তরুণ আটক

১০টি সোনার বারসহ তরুণ রিমন হোসেনকে আটক করেছে বিজিবি
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তপথে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ১০টি সোনার বারসহ এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকালে উপজেলার নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। দুটি জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে বারগুলো মোড়ানো ছিল।

আটক ওই তরুণের নাম রিমন হোসেন (২০)। তাঁর বাড়ি উপজেলার বাড়ি নাস্তিপুর গ্রামে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সদর দপ্তর থেকে গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল শাহ মো. ইশতিয়াক বলেন, সোনার বারগুলো উদ্ধারের পর তা স্বর্ণকার দিয়ে যাচাই করা হয়েছে। যার ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। বাজারমূল্য প্রায় ৯৩ লাখ ৩৫ হাজার ৫৭৬ টাকা।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, বারগুলো যাচাই-বাছাই চলছে। রাত আটটা পর্যন্ত বিজিবির পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।