নোয়াখালীতে বাসের চাপায় শিশুসহ দুজন নিহতের ঘটনায় আটক ৩

আটক
প্রতীকী ছবি

নোয়াখালীর সদর উপজেলায় বাসের চাপায় শিশুসহ দুজন নিহতের ঘটনায় বাসচালকসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জ সদর উপজেলা থেকে তাঁদের আটক করা হয়।

আটক তিনজন হলেন বাসটির চালক মিজানুর রহমান (৩১), তাঁর দুই সহকারী আবু তাহের (২৬) ও তারেক আহমদ (১৮)। আটক মিজানুরের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামে।

গতকাল সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়ক পার হওয়ার সময় বাসের চাপায় নিহত হন ভবঘুরে এক নারী ও জান্নাতুল ফেরদৌস (৮) নামের এক শিশু। নিহত জান্নাতুল সদর উপজেলার চর করমউল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে।

র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. গোলাম মোর্শেদ বলেন, ঘটনার পরপরই র‍্যাব-১১ ও র‍্যাব-১ যৌথ অভিযান চালিয়ে চালক ও তাঁর দুই সহকারীকে আটক করেছে। পরে তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর সোনাপুর এলাকায় এক ভবঘুরে বৃদ্ধ নারী থাকতেন এবং মাঝেমধ্যে ভিক্ষা করতেন। গতকাল দুপুরে ভবঘুরে ওই নারীকে শিশু জান্নাতুল তাদের বাসায় খাওয়াতে নিয়ে যায়। খাওয়া শেষে সন্ধ্যায় জান্নাতুল ওই নারীকে সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়ক পার করে দেওয়ার সময় একটি বাস দুজনকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।