সরকার আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক : উপদেষ্টা আসিফ

কুমিল্লার মুরাদনগরে স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াছবি: প্রথম আলো

এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ দেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ সোমবার সকালে নিজ উপজেলা কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আগে রাজনৈতিক দলগুলোর একটি ভাবার বিষয় ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু এখন তো মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। এ ছাড়া আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা পেতে সমস্যা হচ্ছে। এই দিকটা চিন্তা করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে বলতে পারি। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজন করতে বলা হবে। এ ছাড়া সরকার আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক ছিল।’

বিভিন্ন গণমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে, তখন তা দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়ায়। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন। মুক্তিযোদ্ধাদের অধ্যাদেশ নিয়েও গুজব ছড়িয়েছে। এমনকি মূলধারার গণমাধ্যমও সেটি প্রচার করেছে। এটি অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতে পারে, কিন্তু সেটা যদি মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয় এবং পরবর্তী সময়ে ফ্যাক্ট চেকের মাধ্যমে জানতে হয়, তাহলে আমরা জাতি হিসেবে পিছিয়ে পড়া জাতি। এটা অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে থাকেন।’

সোমবার সকালে নিজ উপজেলা কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
ছবি: প্রথম আলো

চাঁদপুরের একটি ঘটনাকে জড়িয়ে তাঁর বাবার মানহানি করা হয়েছে বলে সাংবাদিকদের জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, চাঁদপুরের একটি ঘটনা আমাকে এবং আমার বাড়ির ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমার বাবার মানহানি করা হয়েছে। আমরা তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি এবং ডকুমেন্টেশন রাখছি। কোন কোন মিডিয়ায় এসব নিউজ উদ্দেশ্যে প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে এবং মিসলিড শিরোনাম করা হয়েছে। সে ক্ষেত্রে একজন নাগরিক হিসেবে, সরকারের অংশ হিসেবে নয়, আমি যথাযথ আইনগত পদক্ষেপ নেব।’

আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দিয়ে মুরাদনগরে প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরে উপজেলার বাবুটিপাড়া, পাহাড়পুর, ছালিয়াকান্দি, জাহাপুর, শুষুন্ডা, দারোরা, নহল চৌমুহনী গ্রামে চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি। স্থানীয় পান্তি বাজারে নেমে উপস্থিত জনতার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলার জাহাপুর বাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় জেলা পুলিশ সুপার নজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানসহ স্থানীয় লোকজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।